জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (৬ মার্চ) বিকেলে তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এক প্রশ্নের জবাবে আইনজীবী বিদ্যুৎ সূত্রধর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নাজির শেখের কাছ থেকে অনেক তথ্য পেয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
মঙ্গলবার (৫ মার্চ) রাতে নাজির শেখকে গ্রেফতার করা হয়। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হলেও জেএমবির সঙ্গে তার সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করছেন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসসিএন/ওএইচ/