১১ এপ্রিল প্রথম দফায় হবে পশ্চিম আসনে এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৮ এপ্রিল পূর্ব আসনে। ভোটকে সফলভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তারা কাজ শুরু করেছেন।
প্রথম পর্বের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১৮ মার্চ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মার্চ। মনোনয়পত্র যাচাই-বাছাই করা হবে ২৭ মার্চ এবং মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল।
দ্বিতীয় পর্বের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে ১৯ মার্চ, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ মার্চ। মনোনয়পত্র যাচাই-বাছাই করা হবে ২৬ মার্চ এবং মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ মার্চ। ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল।
সবশেষে সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও ভোট গণনা হবে ২৩ মে।
সোমবার (১১ মার্চ) ত্রিপুরা রাজ্য নির্বাচন দফতর থেকে এক প্রেসরিলিজে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন দফতরের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিশেষ তৎপরতা শুরু হয়েছে। এক-দু’দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা শুরু করে দেবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসসিএন/এএটি