ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চাকরির দাবিতে আগরতলায় শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
চাকরির দাবিতে আগরতলায় শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও

আগরতলা (ত্রিপুরা): চাকরির দাবিতে ত্রিপুরা সরকারের শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে টিচার ইলিজিবিটি টেস্ট (টেট) প্রাপ্ত বেকার তরুণ-তরুণীরা। 

সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানী আগরতলায় শিক্ষা কর্মকর্তার অফিসের সামনে তারা এ বিক্ষোভ করে।

সম্প্রতি টেট পরীক্ষায় ৭৯১ জন উত্তীর্ণ হয়েছে।

কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে, ৪৫১ জনকে চাকরি দেওয়া হবে। এর প্রতিবাদে রাস্তায় নামে টেট উত্তীর্ণরা। দুপুরে তারা রাজধানী আগরতলা অফিস লেনস্থিত শিক্ষা ভবনে এসে দফতরের কর্মকর্তা ইউ কে চাকমার সঙ্গে দেখা করে আবেদন করতে চায়, যাতে তাদের সবাইকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কারণ রাজ্যে এক হাজারের বেশি শিক্ষকের পদ খালি আছে বলে তাদের দাবি। কিন্তু এদিন শিক্ষা দফতরে এলেও কর্মকর্তা অফিসে না থাকায় তারা কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসসিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।