বৃহস্পতিবার (১৪ মার্চ) আগরতলার কুঞ্জবন এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।
এসময় সংবাদ সম্মেলনে প্রথম সচিব মো. জাকির হোসেন ভূইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (১৭ মার্চ) দুপুরে কুঞ্জবনে কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হবে। শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, কেক-কাটা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসসিএন/ওএইচ/