ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এক জওয়ানের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৯
ত্রিপুরায় এক জওয়ানের রহস্যজনক মৃত্যু

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় মধ্যমজয় ত্রিপুরা (৩৬) নামে এসপিও ক্যাম্পের এক জওয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে রাজ্যের ধলাই জেলার সাড়ে চারমাইল এলাকার এসপিও ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মীরা বাংলানিউজকে জানান, সকালে জওয়ানরা বাথরুমে থাকা অবস্থায়  গুলির শব্দ পান।

পরে তারা দৌড়ে ব্যারাকে গিয়ে দেখেন মধ্যমজয় ত্রিপুরার রক্তাক্ত দেহ পড়ে আছে। পাশেই পড়েছিলো তার রাইফেল। সঙ্গে সঙ্গে তারা জেলা থানায় এবং মহকুমা পুলিশ কর্মকর্তার কার্যালয়ে খবর দেয়।

মহকুমা পুলিশ কর্মকর্তা (এস ডি পি ও) আশিষ দাস গুপ্ত জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় অন্য জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে রোববার (৩১ মার্চ) মধ্যমজয় ত্রিপুরার মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। সহকর্মীদের ধারণা, পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।