বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। পাশাপাশি, আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে এক যুবতীর সঙ্গে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ নিয়েও কথা বলেন এন সি দেববর্মা।
তিনি বলেন, পারিবারিক সমস্যার কারণে ধনঞ্জয় ত্রিপুরার বিয়েতে কিছুটা দেরি হচ্ছিল। এ সুযোগে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী ওই যুবতীকে প্ররোচণা দিয়ে থানায় মামলা করায়। এ সমস্যা মিটে গেছে। ধনঞ্জয় ত্রিপুরা আদালতে হলফনামা দিয়ে জানিয়েছেন, কিছুদিনের মধ্যে ওই যুবতীর সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হবে।
গত ৩১ মে পশ্চিম জেলার জম্পুইজলা মহকুমা শাসকের অফিসে গণ্ডগোলের ঘটনা ঘটে। অনেকেই অভিযোগ করেছেন, এ ঘটনায় আইপিএফটির একদল কর্মী জড়িত। এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন এন সি দেববর্মা। তিনিও এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৯
এসসিএন/একে