বৈঠকে দলের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা, শিক্ষা ও আইনমন্ত্রী রতন লাল নাথ, দলের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়, মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, মহিলা মোর্চার সম্পাদিকা রত্না দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা ও মহকুমা কমিটির সভাপতি এবং দলের মনোনীত সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শুরুর আগে দলের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, পঞ্চায়েত নির্বাচনে দলের কোন স্তরের কর্মকর্তারা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাবেন, দলের মতাদর্শ, কাজ-কর্ম ও আগামী দিনের কর্মসূচি তুলে ধরবেন বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া সারাদেশব্যাপী দলের নতুন সদস্য পদ অভিযান চলছে।
বৈঠক শুরুর আগে সাংবাদিকসহ অন্যদের হল থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়।
রাজ্যের প্রায় ২০০ এর বেশি পঞ্চায়েত ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
এসসিএন/আরবি/