ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় আদার কারখানা করতে আগ্রহী বেসরকারি সংস্থা

সুদীপ চন্দ্র নাথ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
ত্রিপুরায় আদার কারখানা করতে আগ্রহী বেসরকারি সংস্থা আদার গাছ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় আদার তেল তৈরির কারখানা করতে ১০০ একর জমি চেয়েছে বর্হি:রাজ্যের একটি বেসরকারি সংস্থা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সংসদ সদস্য প্রতিমা ভৌমিক।

তিনি বলেন, সংস্থাটি সিপাহীজলা জেলার ধনপুর এলাকার টিলা জমি দেখে তারা রাজি হয়েছে।

রাজ্যে অনেক জমি সারাবছর এমনিতে পড়ে থাকে। এখানে একটি আদা তেল তৈরির কারখানা হলে রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে। পাশাপাশি রাজ্যের কৃষকরা আদা চাষের মাধ্যমে স্বাবলম্বীও পারবেন।

রাজ্যের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করেই কারখানা স্থাপনে তিনি নিজেও আগ্রহী। পাশাপাশি সরকার আদা চাষিদের অর্থ সহায়তা করবে বলেও জানান সংসদ সদস্য প্রতিমা ভৌমিক।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।