ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় তিন কোটি রুপির মাদকদ্রব্য ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
ত্রিপুরায় তিন কোটি রুপির মাদকদ্রব্য ধ্বংস মাদকদ্রব্য ধ্বংস করছে ত্রিপুরা পুলিশ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় আট জেলার বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) আগরতলার পশ্চিম জেলার বোধজংনগর শিল্প এলাকায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ত্রিপুরা পুলিশের উত্তরাঞ্চল শাখার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) উত্তম মজুমদার বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে ত্রিপুরায় আট জেলার বিভিন্ন থানায় জব্দ হওয়া প্রায় ছয় হাজার কেজি গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইন ও নিষিদ্ধ সিরাপ ধ্বংস করা হয়েছে।

এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি রুপি বলেও জানান ডিআইজি উত্তম।

এদিকে, সোমবার (২৯ জুলাই) একই জায়গায় প্রায় পাঁচ কোটি রুপির মাদকদ্রব্য ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।