মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যায় দুই সংগঠনের রাজ্য কমিটির অফিস ছাত্র-যুব ভবনে এক সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব।
তিনি জানান, আগামী ৮ আগস্ট (বৃহস্পতিবার) রাজ্যের আট জেলা শাসকের কাছে দুই সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী বরাবর ডেপুটেশন দেবেন।
নবারুণ দেব বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিল যে, সরকারের বিভিন্ন দফতরে ৫০ হাজার শূন্যপদ রয়েছে। একথা তারা তাদের ভিশন ডকুমেন্টেও উল্লেখ করেছিল। এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, দ্রুত শূন্যপদে নিয়োগ করুক।
টেট-১ এবং টেট-২-এ উত্তীর্ণ ৭৯১ জন, STGT, STPGT’র শিক্ষক পদপ্রার্থীর ফলাফল প্রকাশ করে তাদের সবাইকে দ্রুত নিয়োগ করা, ১ হাজার ৩২৩ শিক্ষকের চাকরি স্থায়ী করাসহ ৬ দফা দাবি সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এসসিএন/এইচএ/