ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ঈদ উপলক্ষে বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
ঈদ উপলক্ষে বিএসএফ-বিজিবির মধ্যে মিষ্টি বিতরণ বিজিবির পক্ষ থেকে মিষ্টি গ্রহণ করছেন ১৮ নম্বর বাহিনীর কমান্ডেন্ট সুবেদার আব্দুল হামিদ ও অন্যান্য জওয়ানরা। ছবি: বাংলানিউজ

আগলতলা (ত্রিপুরা): ঈদ উপলক্ষে ত্রিপুরার আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও আখাউড়া সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকেলে বিএসএফ’র আখাউড়ার অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট হিতরাজ সিংয়ের নেতৃত্বে জওয়ানরা বিজিবি সদস্যদের মিষ্টির প্যাকেট তুলে দেন।

পাশাপাশি ঈদের আগাম শুভেচ্ছাও জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে মিষ্টির প্যাকেটগুলো গ্রহণ করেন ১৮ নম্বর বাহিনীর কমান্ডেন্ট সুবেদার আব্দুল হামিদ ও অন্যান্য জওয়ানরা।

এ সময় উভয় দেশের বাহিনীর কর্মকর্তারা বলেন, মিষ্টি বিতরণের মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হলো।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।