ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ত্রিপুরায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরাজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রাজ্যের প্রতিটি ছোট-বড় মসজিদ প্রাঙ্গণ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

এইদিন রাজ্যের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় রাজধানীর চিত্তরঞ্জন এলাকার গেদুমিঞার মসজিদে। নামাজ পড়ান মওলানা আব্দুল রহমান।

শতবর্ষপ্রাচীন এই মসজিদে একসঙ্গে এক হাজারের বেশি লোক নামাজ আদায় করেন। এখানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরাও নামাজ আদায় করেন।

নামাজ আদায় করেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া। তিনি নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।