ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ধর্ষণের পর হত্যার দায়ে ত্রিপুরার যুবকের মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ধর্ষণের পর হত্যার দায়ে ত্রিপুরার যুবকের মৃত্যুদণ্ড

আগরতলা(ত্রিপুরা): ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) ত্রিপুরার উত্তর জেলা ও দায়রা আদালতের বিচারপতি গৌতম সরকার এই সাজা ঘোষণা দেন।  

সঞ্জয় তাঁতী নামে ওই আসামিকে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৭৬ এ, বি ধারা এবং শিশু সুরক্ষা আইনের (পোকসো) ৪ ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা ও মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা দেন বিচারক।

বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান সরকার পক্ষের আইনজীবী সুদর্শন শর্মা।  

২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর উত্তর জেলার কদমতলার মহেশপুর এলাকার ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে পাশের চা বাগানে লুকিয়ে ফেলে দেন সঞ্জয় তাঁতি নামে স্থানীয় এক যুবক। তদন্তে নেমে পুলিশ এই ঘটনা জানতে পারে এবং সঞ্জয় তাঁতিকে গ্রেফতার করে।  

ঘটনার পর ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী নিজে নির্যাতিতার বাড়ি ছুটে যান ও আশ্বাস দেন ঘটনার যাতে সুষ্ঠু এবং জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন।  

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।