ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিশ্ব বাঁশ সংরক্ষণ দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বিশ্ব বাঁশ সংরক্ষণ দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা বিশ্ব বাঁশ সংরক্ষণ দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা

আগরতলা (ত্রিপুরা): বিশ্ব বাঁশ সংরক্ষণ দিবস উপলক্ষে ত্রিপুরার রাজধানী আগরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিপাড়া এলাকায় ‘ফরেস্ট রিসার্চ সেন্টার ফর লাইভলিহোড এক্সটেনশনের ত্রিপুরা শাখার সভাকক্ষে এর আয়োজন করা হয়।

পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি অন্তরা সরকার দেব বলেন, রাজ্যে অনেক কারিগর আছেন যারা বাঁশ দিয়ে গৃহস্থালীসহ গৃহসজ্জার সামগ্রী তৈরি করতে পারেন।

বেম্বো মিশন এসব সামগ্রী ভারতের বিভিন্ন রাজ্যসহ বিদেশে রপ্তানি করে থাকে। মিশন আগামীতে কারিগরদের থেকে সরাসরি সামগ্রী কিনলে তারা আর্থিকভাবে লাভবান হবেন।

ত্রিপুরা বেম্বো অ্যান্ড কেইন ডেভেলপমেন্ট সেন্টারের অধিকর্তা ড. সেলিম রেজা বলেন, রাজ্যের কারিগররা যদি এসব অবশিষ্ট বাঁশ দিয়ে জৈব সার তৈরি করে তাহলে বাড়তি আয় করতে পারবেন।

ফরেস্ট রিসার্চ সেন্টার ফর লাইভলিহোড এক্সটেনশনের ত্রিপুরা শাখার অধিকর্তা পবন কুমার কৌশিক বলেন, বাঁশশিল্প নিয়ে রাজ্যের অধিক সংখ্যক মানুষকে কাজে লাগতে পারলে আর্থিক অবস্থা উন্নতি হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সামাজিক সংস্থা দিশার সভাপতি তথা সাবেক বন অধিকর্তা দেবাশিষ চক্রাবর্তীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।