ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিজয় দিবসে আগরতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
বিজয় দিবসে আগরতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান

আগরতলা (ত্রিপুরা): মহান বিজয় দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন ত্রিপুরা, ত্রিপুরা বিধানসভার সাবেক উপাচার্য অধ্যাপক ড. অরুনোদয় সাহা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, ত্রিপুরা বিধানসভার দুই বিধায়ক আশিষ কুমার সাহা, ডা. দিলীপ দাস, ত্রিপুরা থেকে দুই মুক্তিযোদ্ধা শ্যামল চৌধুরী, রাখাল রায় চৌধুরী, সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা প্রমুখ।

আলোচনা সভা শেষে ত্রিপুরা ও বাংলাদেশ থেকে আগত শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও কবিতা আবৃত্তি করেন।  

অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা ছাড়াও প্রথম সচিব মো. জাকির হোসেন ভূইয়া, দ্বিতীয় সচিব এসএম আসাদুজ্জামানসহ মিশনের অন্যান্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসসিএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।