বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের বাইরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সামাজিক সংগঠন তিপ্রা’র সদস্য রঞ্জিত দেববর্মা।
রঞ্জিত দেব জানান, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে যে সব মামলা দায়ের হয়েছে এর মধ্য থেকে ত্রিপুরা ও আসাম রাজ্যের ব্যাপারে আলাদা করে মামলা নিয়েছেন সুপ্রিম কোর্ট।
রঞ্জিত দেববর্মা আরও জানান, মামলা সংক্রান্ত বিষয়ে বর্তমানে রাজধানী দিল্লিতে রয়েছেন তিপ্রার উদ্যোক্তা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তিনি দিল্লি থেকে ফিরলে সংগঠনের উদ্যোগে ত্রিপুরার প্রতিটি জেলায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এসসিএন/এইচজে