ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় হতে যাচ্ছে হর্নবিল উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
ত্রিপুরায় হতে যাচ্ছে হর্নবিল উৎসব

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে হর্নবিল উৎসব।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) খোয়াই জেলার অন্তর্গত বড়মুড়া (হাথাই কতর) ইকো পার্কে হবে দুই দিনব্যাপি হর্নবিল উৎসব অর্থাৎ ধনেশ পাখি উৎসব।

এই আয়োজনের কথা ঘোষণা করেছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন জোর প্রচার চলছে। এই প্রচারে অংশ নিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

ত্রিপুরা রাজ্যের জনজাতিদের মধ্যে মান্যতা রয়েছে যে, ধনেশ পাখি ভগবানের দূত, তাই তারা কোনোদিন ধনেশ পাখি হত্যা করে না। এই উৎসব অনুষ্ঠিত হলে একদিকে যেমন দেশ-বিদেশের পর্যটকরা আসবেন তেমনই বিপন্ন প্রজাতির এই পাখিটি বাঁচানোর জন্য মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে বলে অভিমত অনেকের।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।