শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নাগেরজলা বাসস্ট্যান্ডের দোকানগুলোতে আগুন দেখতে পেয়ে পেয়ে সঙ্গে সঙ্গে অগ্নিনির্বাপক অফিসে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে দমকলের মোট ছ’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজে লেগে যায়।
দমকল কর্মীরা জানান, খাবারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। যে দোকানগুলো পুড়ে গিয়েছে তার বেশিরভাগই ছিল হোটেল। এছাড়া একটি সেলুন ও কয়েকটি মোটর পার্টসের দোকানও রয়েছে।
তবে দমকলকর্মীরা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি।
মোটর স্ট্যান্ডের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান, সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কম করেও ২৫ লাখ রুপি হবে। তাদের অভিযোগ কালকের খবর দেওয়ার প্রায় আধা ঘণ্টা পরে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। যদি আরও আগে পৌঁছাত তবে আরও তাড়াতাড়ি আগুন নেভানো সম্ভব হতো।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এসসিএন/এবি