ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বিএসএফের সদস্য সেজে মাদকপাচারের চেষ্টা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ১, ২০২০
বিএসএফের সদস্য সেজে মাদকপাচারের চেষ্টা, আটক ২ গাঁজাসহ আটক জুটন ও আলম। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য সেজে মাদকপাচারকালে দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯২ কেজি গাঁজা ও একটি গাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়। আটক দু’জন হলেন- জুটন ভৌমিক (২২) ও আলম মিয়া (২৪)।

তাদের বাড়ি সিপাহীজলা জেলার মেলাঘরের রাজঘাট এলাকায়।

রোববার (১ মার্চ) সকালে আটক দুই যুবককে বিএসএফ স্থানীয় ধর্মনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা  হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের ডিআইজি রাজীব দোয়া। জব্দ হওয়া গাড়ি।  ছবি: বাংলানিউজতিনি জানান, আটক যুবকরা গাড়িতে যে নম্বরটি ব্যবহার করেছিল, সেটি সঠিক নয়। পরে তাদের আটক করা হয়।  তারা নিজেরাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, বিএসএফের সদস্য সেজে বাংলাদেশে মাদকপাচারের জন্য তারা এই ফন্দি করেছিল।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।