ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে সিপিআইএমের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মে ১৫, ২০২০
অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে সিপিআইএমের শোক সিপিআইএম-জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

ঢাকা: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন ত্রিপুরা রাজ্য সিপিআই (এম) সম্পাদকমণ্ডলীরা।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে তারা এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ধর্মনিরপেক্ষ প্রগতিবাদী লেখক হিসেবে সুপরিচিত অধ্যাপক আনিসুজ্জামান ভারত ও বাংলাদেশের জনগণের মৈত্রীর সম্পর্ক ক্রমোন্নয়নে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে এসেছেন।

ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে সম্মানিত করেছিলো। ত্রিপুরার পুরাতন বামফ্রন্ট সরকারের আমন্ত্রণে ২০১৪ সালে আগরতলা বইমেলায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে সালে বাংলাদেশের জনগণের মুক্তিযুদ্ধের সময় তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত আনিসুজ্জামান ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। ত্রিপুরার সঙ্গে তার ছিলো সু-নিবিড় সম্পর্ক।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, মে ১৫, ২০২০
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।