সোমবার (১৮ মে) বিকেলে আগরতলা মেডিকেল কলেজ ও গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালের অতিরিক্ত সুপারেন্টেন্ড ডা. বিশ্বজিৎ সূত্রধর সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৪ ও ৬৩ বছর বয়সী দুই করোনা আক্রান্ত নারী সেরে উঠেছেন।
তবে নিয়ম অনুসারে হাসপাতাল ছাড়ার পরও ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। এ ১৪ দিন ডাক্তাররা নিয়মিত তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে যদি শারীরিক অবস্থার কোনো অবনতি না ঘটে তবে তাদেরকে সম্পূর্ণ মুক্ত অবস্থায় চলাফেরা করতে দেওয়া হবে।
এদিকে প্রবীণ এই দুই নাগরিককে সুস্থ করতে পেরে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিভাগের ডাক্তারদের মধ্যে খুশির আবহ বিরাজ করছে। সুস্থ হওয়ার পর বিএসএফের অ্যাম্বুলেন্স যখন তাদের নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল সে সময় ডাক্তারসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা করতালি দিয়ে তাদের দুজনকে উৎসাহিত করেন।
বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
এসসিএন/এইচজে