গত ২০ মে থেকে আইসিপি দিয়ে পণ্য আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ রয়েছে। আগামী ২৯ মে পর্যন্ত তা বন্ধ থাকবে।
তিনি আরও জানান, লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের সব সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে যাত্রী পারাপার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে ভারত ও বাংলাদেশ সরকার যৌথ সিদ্ধান্ত নিয়ে আখাউড়া আইসিপি দিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি-রফতানি অব্যাহত রেখেছে। লকডাউনের প্রথম দিকে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য আনা-নেওয়া করা হলে বর্তমানে প্রায় সবধরনের পণ্য আমদানি-রফতানি হচ্ছে।
লকডাউন চলাকালীন ভারত ও বাংলাদেশ সরকার পণ্য আমদানি-রফতানি বন্ধ না করার যে সিদ্ধান্ত নিয়েছে এজন্য সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়নি ও আমদানি আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদেরও তেমন বেশি ক্ষতি হয়নি। তাই তিনি ইন্দো বাংলা চেম্বার অব কমার্সের ত্রিপুরা চ্যাপ্টারের তরফ থেকে উভয় দেশের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২৩, ২০২০
এসসিএন/আরবি/