ঈদ উপলক্ষে প্রতিবছর মুসল্লিরা একসঙ্গে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করলেও এ বছর ত্রিপুরা রাজ্যের প্রতিটি ঈদগাহ ময়দান ছিল ফাঁকা। করোনা সংক্রমণের বিষয়টি চিন্তা করে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের তরফে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন ডাকা হয় বাইরে একসঙ্গে যেন নামাজ আদায় না করা হয়।
সরকারের এই আবেদনে সাড়া দিয়ে কোনো মসজিদ কর্তৃপক্ষ খোলা ময়দানে নামাজের ব্যবস্থা করেনি।
রাজধানী আগরতলা অন্যতম বড় মসজিদ হচ্ছে চিত্তরঞ্জন এলাকার গেদু মিঞা মসজিদ। এদিন মসজিদ চত্বরে গিয়ে দেখা যায় মূল গেটে তালা ঝুলছে এবং মসজিদের বাইরের ঈদগা ময়দান সম্পূর্ণ ফাঁকা। অথচ প্রতিবছর এই ঈদগাহ ময়দানে একসঙ্গে এক হাজারেরও বেশি মুসল্লি বসে নামাজ আদায় করতেন।
এ বছরের ঈদের বিষয় রাজধানী রামনগর এলাকার বাসিন্দা শাহবাজ খানকে ঈদ উদযাপন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, একান্ত ঘরোয়া ভাবে করা হচ্ছে। একসঙ্গে জমায়েত করা যাবে না তাই কচিকাঁচাদের মধ্যেও তেমন উৎসাহ নেই। এমনকি পরিবারের অনেক ছোট সদস্যই ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় কিনেননি। বাড়ির নারী ও মেয়েরাও হাতে মেহেন্দি লাগাননি বলেও জানান।
সব মিলিয়ে একেবারে সাদামাটা ভাবে এ বছরের ঈদ উদযাপন করা হচ্ছে বলে জানান। এমন ভাবে ঈদ আগে কোনোদিন পালন করা হয়নি বলে এই মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, মে ২৫, ২০২০
এসসিএন/এমএমএস