বিশ্ববাজারে এ সময় যখন অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমাছে, এই অবস্থায় ভারত সরকার প্রায় প্রতিদিন জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের। এর প্রতিবাদে এদিন বিকেলে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করেন তারা।
রাজধানী আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারী অনেকের হাতে ভারত সরকারের সমালোচনা ও পেট্রোপণ্যের দাম কমানোর দাবি সম্বলিত প্লে-কার্ড ছিলো।
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি সুজন বিশ্বাস বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের বলেন, অবিলম্বে ভারত সরকারকে এখনো জ্বালানি তেলের দাম কমাতে হবে। যদি সরকার তাদের দাবি না মেনে নেয়, তাহলে তারা আরও কঠোরভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসসিএন/এএটি