ভারতের নৌ-প্রতিমন্ত্রী মনসুখ মন্দভূইয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় রাজধানী দিল্লিস্থ তার অফিস থেকে সবুজ পতাকা নেড়ে পণ্য বোঝাই জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি নিজের টুইটার হ্যান্ডেল এইসব ছবি ও উদ্বোধনের কথা ঘোষণা দেন।
পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক এই নৌ-প্রটোকল রুটের আনুষ্ঠানিক সূচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত সরকারের নৌ-প্রতিমন্ত্রী মনসুখ মন্দভূইয়াকে টুইট বার্তায় অভিনন্দন জ্ঞাপন করেন। বিশ্ব জুড়ে করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও এই নৌ প্রটোকল রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য বিশেষ ধন্যবাদ জানান তিনি।
এদিন ত্রিপুরার পাশাপাশি কলকাতা বন্দর থেকে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের জাহাজ পরিষেবারও আনুষ্ঠানিক সূচনা হয়। গত ১৪ জুলাই এই প্রটোকল রুটের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা ছিল। অবশেষে এদিন এর সূচনা হওয়ায় খুশি ত্রিপুরাবাসী। জাহাজ দুটি কলকাতা বন্দর থেকে প্রথমে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাবে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এসসিএন/জেআইএম