আগরতলা(ত্রিপুরা): করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় অন্যতম একটি উপাদান হচ্ছে অক্সিজেন। যদি রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আসে তবে যেন অক্সিজেনের ঘাটতিতে কোনো রোগীকে পড়তে না হয় সেজন্য সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে।
সোমবার (১০ মে) বিধায়ক এবং আই জি এম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডা. দিলীপ দাস জানান, ইতোমধ্যে প্ল্যান্টের সামগ্রীর বেশিরভাগ অংশ চলে এসেছে আগরতলায়। আর কিছু অংশ চলে আসবে দুই এক দিনের মধ্যে।
তিনি আরও জানান, সব কিছু ঠিকভাবে চললে আগামী ১৫ দিনের মধ্যে এটি অক্সিজেন উৎপাদন শুরু করবে। এই প্ল্যান্ট প্রতি মিনিটে ১ হাজার ৫০ লিটার অক্সিজেন উৎপাদন করবে এবং বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে তা পাইপ লাইনের মাধ্যমে সারা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে সরবরাহ করবে। এটি ইউএনডিপির অর্থায়নে স্থাপন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মে ১০, ২০২১
এসসিএন/এইচএডি/