আগরতলা: ত্রিপুরার সুমিষ্ট কাঁঠালের স্বাদ এবার সাত সমুদ্র তের নদীর ওপারে ব্রিটিশ নাগরিকরাও নিতে পারবেন। কারণ মধ্য প্রাচ্যের দেশগুলোতে আনারস এবং লেবু সফলভাবে রপ্তানি করার পর এবার যুক্তরাজ্যের উদ্দ্যেশে নেওয়া হলো ত্রিপুরার সুস্বাদু কাঁঠাল।
বৃহস্পতিবার (২০ মে) মোট ৪০০টি কাঁঠালের একটি চালান আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে করে গৌহাটির উদ্দেশ্যে নেওয়া হয়। এতে মোট এক দশমিক দুই মেট্রিকটন কাঁঠাল রয়েছে।
আসাম রাজ্যের একজন রপ্তানিকারক কাঁঠালগুলো ত্রিপুরা থেকে নিয়ে গেছেন। গৌহাটি থেকে প্লেনে করে কাঁঠালগুলো নেওয়া হবে যুক্তরাজ্যে। ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগ এই কাঁঠালগুলো সংগ্রহ করে রপ্তানিকারককে দিয়েছে।
রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের প্রনজিৎ সিংহ রায় টুইট করে একথা জানিয়েছেন।
ত্রিপুরার কুইন আনারস এবং সুগন্ধি লেবু রপ্তানির পর নতুন করে সুস্বাদু কাঁঠাল রপ্তানি হওয়ায় স্বাভাবিকভাবেই কৃষকদের মধ্যে খুশি এবং নতুন আশার সৃষ্টি করেছে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মে, ২০২১
এসসিএন/এমআরএ