আগরতলা (ত্রিপুরা): প্রতিদিনের মতো ত্রিপুরার সঙ্গে ভারতের অন্য রাজ্যে সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কে চলাচলকারী যানবাহনে রুটিন তল্লাশিকালে বড় সাফল্য পেল খোয়াই জেলার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানার পুলিশ।
সোমবার (০৭ জুন) ৩৭ মাইল শিব মন্দির এলাকার জাতীয় সড়কে তল্লাশির সময় ত্রিপুরা থেকে বহি:রাজ্যগামী একটি ট্রাক থেকে অবৈধ শুকনো ৬১৩ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
যার আনুমানিক মূল্য বাজার মূল্য ৩০ লাখ ৬৫ হাজার রুপি। জব্দ করা গাঁজার পাশাপাশি পুলিশ ট্রাকের চালক সঞ্জীব দেববর্মা (৩৫) এবং সহচালক সঞ্জীত দেববর্মাসহ (৩৪) ট্রাকটিকে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে।
আটক দু’জনের বাড়ি খোয়াই এলাকায় বলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ কর্মকর্তা সোনা চরণ জমাতিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক নিরোধক আইনে মামলা নেওয়া হয়েছে। তিনি আরও জানান আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ০৭, ২০২১
এসসিএন/এমআরএ