আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের যুব নেতা শান্তনু সাহার ওপর গত শনিবার (১৬ অক্টোবর) রাতের আঁধারে হামলা করে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় গুরুতর আহত হন শান্তনু।
সোমবার (১৮ অক্টোবর) এ ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের কনভেনার সুবল ভৌমিকের নেতৃত্বে তৃনমূল নেতা-কর্মীরা পূর্ব আগরতলা থানা ঘেরাও করে বিক্ষোভ করে।
সুবল ভৌমিক অভিযোগ করে বলেন, ঘটনার পর দলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ৪৮ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করেনি। তাই আমরা বাধ্য হয়ে উৎসবের মধ্যেও থানা ঘেরাও করেছি। রাজধানী শহরের রাস্তায় রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরার সামনেই যুব নেতার ওপর আক্রমণ করেছে দুষ্কৃতিকারীরা।
সুবল ভৌমিক বলেন, তারা শুধু ক্ষমতাসীন দলকে রক্ষা করার জন্য কাজ করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে পুলিশ তাদের হাতে রয়েছে। তাই পুলিশ শাসক দলের নেতা-কর্মীদের নিরাপত্তা দিতে ব্যস্ত। সাধারণ মানুষ বিপদে পড়লেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ সময় তিনি হুমকি দিয়ে বলেন, যদি ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ শান্তনু সাহার ওপর হামলাকারীদের আটক করতে না পারে তবে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এসসিএন/জেডএ