ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় মহানবীকে কটূক্তির প্রতিবাদে সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আগরতলায় মহানবীকে কটূক্তির প্রতিবাদে সমাবেশ প্রতিবাদ সমাবেশ

আগরতলা (ত্রিপুরা): শান্তি ও সম্প্রতির বাহক বিশ্ব মানবতার কান্ডারী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তির প্রতিবাদে আগরতলায় সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে ইন্দ্রনগর এলাকার জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

এক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে বলে সমাবেশে অভিযোগ করা হয়। এ দিন আগরতলার শান্তিপাড়া এলাকার আগরতলা টাউন জামে মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

রাজ্যে শান্তি সম্প্রীতির বার্তায় ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ’র আহ্বানে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।