ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ওমিক্রন সংক্রমণের খবর মিথ্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
ত্রিপুরায় ওমিক্রন সংক্রমণের খবর মিথ্যা ছবি: সংগৃহীত

আগরতলা: করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যে বেশ কিছু দেশে এর উপস্থিতি পাওয়া গেছে।

নতুন এ ভেরিয়েন্টের সংক্রমণের খবরে আতঙ্কিত গোটা বিশ্ব।

তবে এর সংক্রমণ থেকে গুজব ছড়াচ্ছে বেশি, ত্রিপুরা রাজ্যও গুজব থেকে রক্ষা পায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে যে ত্রিপুরা রাজ্যে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া গিয়েছে।

তবে আগরতলা মেডিক্যাল কলেজ এবং জিবি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কনক চৌধুরী জানান, রাজ্যে ওমিক্রন সংক্রমণের কোনো ধরনের খবর নেই। তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি জানান, ত্রিপুরার স্বাস্থ্যকর্মীরা যে কোনো অভিযোজিত ভাইরাসের মোকাবিলা করতে প্রস্তুত আছে। ভবিষ্যতে বুস্টার টিকাকরণের প্রয়োজন হতে পারে। যারা ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করেননি তাদের ওমিক্রন সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১।
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।