ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় উদযাপন করা হবে বিজয় দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
ত্রিপুরায় উদযাপন করা হবে বিজয় দিবস সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন

আগরতলা (ত্রিপুরা): প্রতি বছরের ন্যায় এ বছরও আগরতলায় অবস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হবে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আগরতলার কুঞ্জবন এলাকার বাংলাদেশ সরকারি হাইকমিশন প্রাঙ্গণে বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী। এদিন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। তারপর যথাক্রমে হবে বাণী পাঠ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসসিএন/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।