ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কারাত প্রতিযোগিতায় ত্রিপুরার খুদে খেলোয়াড়ের স্বর্ণজয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
কারাত প্রতিযোগিতায় ত্রিপুরার খুদে খেলোয়াড়ের স্বর্ণজয়

আগরতলা, (ত্রিপুরা): আন্তর্জাতিক কারাত প্রতিযোগিতা আবারও সাফল্য পেয়েছে ত্রিপুরার খুদে খেলোয়াড় বিপ্রজিত দাস।

গত ২৫ এবং ২৬ ডিসেম্বর ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুর শহরে অনুষ্ঠিত হয় চতুর্থ সুট কান আন্তর্জাতিক কারাত চ্যাম্পিয়ন শিপ।

 

এ প্রতিযোগিতায় সমগ্র উত্তর-পূর্বাঞ্চল থেকে প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিল আগরতলা বিপ্রজিত দাস। অনূর্ধ্ব আট বছর বিভাগে সে একটি স্বর্ণ এবং একটি ব্রোঞ্জ পদক দখল করেছে।  এ প্রতিযোগিতায় ভারত-বাংলাদেশ নেপালসহ মোট ১৪টি দেশের খেলোয়াড়রা অংশ নিয়েছিল। রাজ্যের তৃতীয় শ্রেণীতে পাঠরত এই সাফল্যে বাবা তনয় দাস এবং মা দেবশ্রী দাসসহ রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ খুশি ব্যক্ত করেছেন।  

এর আগেও সে ২০২০ সালে মুম্বাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে একটি স্বর্ণপদক জিতে ছিল।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।