ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
ত্রিপুরায় যাচ্ছেন নরেন্দ্র মোদী

আগরতলা, (ত্রিপুরা): ত্রিপুরা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ২৭ অথবা ২৮ অক্টোবর ত্রিপুরায় আসতে পারেন বলে মঙ্গলবার (১৮ অক্টোবর) সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

প্রধানমন্ত্রীর সফরের সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ত্রিপুরার পাশাপাশি অরুণাচল প্রদেশ যাওয়ার কথা রয়েছে। যদি প্রথম দিন ত্রিপুরায় আসেন তাহলে দ্বিতীয় দিন অরুণাচল প্রদেশ যাবেন। অথবা এমনও হতে পারে ২৭ অক্টোবর ত্রিপুরায় আসবেন এবং এর পরের দিন অরুণাচল প্রদেশ যাবেন। কোন দিন কোন রাজ্য সরকার করবেন তা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।

ত্রিপুরা রাজ্যে একাধিক সরকারি প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাধারণ মানুষ যে ঘরগুলো পেয়েছেন, এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন। এছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস (ভিত্তিপ্রস্তর) করবেন প্রধানমন্ত্রী।

এখনো এই তালিকা চূড়ান্ত হয়নি, তালিকা চূড়ান্ত হলে সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।