‘রোহিঙ্গারা যেন স্বদেশে ফিরে যেতে পারে সেরকম পরিবেশ তৈরি করতে হবে। আর এ পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকার যেন বাধ্য হয়, সে ব্যবস্থা বাংলাদেশ সরকারকে করতে হবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঠেঙ্গারচরে স্থানান্তরের আগে সে জায়গাটি বসবাসের উপযোগী করতে হবে।
এর আগে তিনি উখিয়া ও বালুখালী ক্যাম্পে মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের সঙ্গে তিনঘণ্টা আলাপ করেন এবং তাদের উপর নির্যাতনের বর্ণনা শুনেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
টিটি/আইএসএ/টিসি