শনিবার (১৬ নভেম্বর) দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল কাসেম তাকিযাদেহর বরাতে এ তথ্য জানায় ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
জেনারেল তাকিযাদেহ জানান, এ লেজার কামানের প্রযুক্তি অর্জনের পেছনে কাজ করেছে শত্রুপক্ষের ড্রোন ও ছোট ছোট আকাশযানের হুমকি থেকে দেশকে নিরাপদ রাখার বিষয়টি।
গবেষণাগারে সফলভাবে এ প্রযুক্তির পরীক্ষা চালানোর পরিপ্রেক্ষিতে ইরান আকাশ প্রতিরক্ষায় এ প্রযুক্তি মোতায়েন করার জন্য লেজার কামানের গণহারে উৎপাদনের উদ্যোগ নিচ্ছে বলে জানান তাকিযাদেহ।
এর আগে আগস্টে ইরান নিঃশব্দে চলা সামরিক আকাশযানের প্রতিরক্ষায় লেজার বিম ব্যবহার করে কামান তৈরির পরিকল্পনার কথা জানায়।
ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছিলেন, দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানের আকাশ সুরক্ষার জন্য তারা এ প্রযুক্তির ব্যবহার করবে।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এবি/এইচএডি/