ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা প্রাণ কাড়লো দুই জমজ বোনের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
করোনা প্রাণ কাড়লো দুই জমজ বোনের 

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন যুক্তরাজ্যের দুই জমজ বোন। তিন দিনের ব্যবধানে তাদের মৃত্যু হলো।

শিশুদের দেখভাল করা নার্স ক্যাটি ডেভিস (৩৭) সাউদাম্পটন জেনারেল হাসপাতালে প্রথমে মারা যান গত মঙ্গলবার। তার জমজ বোন ইমা মারা গেছেন শুক্রবার (২৪ এপ্রিল)।

তাদের বোন জো’র বরাত দিয়ে এ তথ্য জানায় বিবিসি।

জমজ দুই বোনের আরেক বোন জো সংবাদমাধ্যমকে বলেন, তারা সব সময় বলতো একসঙ্গে পৃথিবীতে এসেছি, একসঙ্গেই আবার চলে যেতে চাই।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে এখন পর্যন্ত সাড়ে ১৯ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ। বিশ্বে মৃত্যু ১ লাখ ৯৫ হাজারের বেশি, আক্রান্ত ছাড়িয়েছে ২৮ লাখ।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।