সোমবার (০৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সকালে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আনিসুল হক বলেন, ‘আমাদের ১৯৭২ সালের মূল সংবিধানে যেভাবে ছিলো, বিচারপতিদের অপসারণের ক্ষমতা ষোড়শ সংশোধনীতে সেভাবেই প্রতিস্থাপন করা হয়। তাই আমার প্রশ্ন, কিভাবে এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়?’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বের উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতেও বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে। আমাদের ১৯৭২ সালের মূল সংবিধানেও তাই ছিলো। তবে সকল প্রশ্নের জবাব পেতে আমাদের অপেক্ষা করতে হবে’।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭ /আডেট ১৫২০ ঘণ্টা
এসএম/জিপি/এএসআর
** আপিলেও ষোড়শ সংশোধনী বাতিল