ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৬ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৬

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, রোববার (১ এপ্রিল) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। এসময় আহত হন আরও ২৫ যাত্রী।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বরগুনার হাসান মিয়া (২৫) ও বরিশালের অসিম মাঝি (৩৫)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।  

ওসি জানান, দুঘর্টনায় হতাহতদের উদ্ধারে মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজে করছে। আহত যাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮/আপডেট: ০৮৪০ ঘণ্টা
জিপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।