শ্রীলঙ্কা সফরের জন্য ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু করেছিলেন অনেক আগেই। তবে স্বাস্থ্যবিধি মেনে দুরত্ব বজায় রেখে অনুশীলন করেন ক্রিকেটাররা।
লঙ্কা সফরে জাতীয় দল ঘোষণা করার জন্য নির্বাচকরা তাদের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে আলোচনা করেছন নির্বাচকমণ্ডলী। এবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অপেক্ষায়।
রোববার (০৬ সেপ্টেম্বর) সংবাদমাধম্যকে একথা জানান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় ফিরবেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার সঙ্গে ফিরবেন ফিল্ডিং কোচ রায়ান কুকও।
নান্নু বলেন, ‘আমরা অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে কথাবার্তা বলে ফেলেছি। টেস্ট অধিনায়কের মতামত নেয়া হয়েছে। এখন শুধু হেড কোচের মতামত নেয়া বাকি। আমরা তার অপেক্ষায় আছি। রাসেল ডমিঙ্গো দেশে আসলে তার সঙ্গে কথা বলে ৮ তারিখের মধ্যে দল চূড়ান্ত করে ফেলব। ’
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। আর শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে টাইগারদের।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
আরএআর/এমএমএস