ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মামুনুল হকের জামিন নামঞ্জুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
মামুনুল হকের জামিন নামঞ্জুর 

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ভূমি অফিস হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত জামিন নামঞ্জুর করেন।

এ সময় আদালতে অনুপস্থিত ছিলেন মামুনুল হক।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ হাটহাজারী উপজেলা ভূমি অফিসে হামলা চালায় হেফাজত ইসলামের নেতাকর্মীরা।

এ সময় তারা ভূমি অফিস হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।
 
এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের নাজির একরামুল হক সিকদার বাদী হয়ে হাটহাজারী থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, হাটহাজারী উপজেলার ভূমি অফিস হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মামুনুল হকের জামিন আবেদন করা হয়। আদালত মামুনুল হকের অনুপস্থিতিতে উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।