ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পাঁচলাইশে হাজী ছালে আহম্মদ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩০, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
পাঁচলাইশে হাজী ছালে আহম্মদ ফাউন্ডেশন ক্রিকেট টুর্নামেন্ট 

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশের এস আলম বালুর মাঠে আয়োজন করা হয়েছে হাজী ছালে আহম্মদ ফাউন্ডেশন দিবারাত্রি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট।

টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুদ্দিন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ নেতা নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী, আবুল হাশেম খোকন, মো. সাজ্জাদ হোসেন 

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আজম ছালে ভুট্টো।

এতে আরো উপস্থিত ছিলেন হাজী মো. নুরুজ্জামান, দেলোয়ার হোসেন সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের অর্থ সম্পাদক এটিএম জমির উদ্দীন মানিক, মো. আবু, খোরশেদ আলম বাশেদ, ইমরান মাহমুদ রনি, মো. কামাউদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী মুন্না, আকবর রকি, মোঃ হানিফ মো. রাসেল, মো. রুবেল, বাসু দেব, মো. হেলাল, মো. বাদশা, ছাএলীগ নেতা মেহেরাজ হোসেন তুহিন, সরওয়ার উদ্দিন জুম্মা, মো. সাদেক, মো. শাকিল, পাঁচলাইশ ৭১' ইয়ুথ ক্লাবের মো. সাঈদ, আবরার, রিজভী, ফয়সাল, রাহাত, তানভীর।  

টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় আগ্রাবাদ হাজী পাডা চেলেঞ্জারস বনাম বালুছড়া অল স্টার প্রতিদ্বন্দ্বিতা করে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।