ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে জসিম উদ্দিন সিআইপি সংবর্ধিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
রাউজানে জসিম উদ্দিন সিআইপি সংবর্ধিত ...

চট্টগ্রাম: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এসএম জসিম উদ্দিন সিআইপিকে সংবর্ধিত করেছে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ।  

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, কদলপুর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী। অধ্যক্ষ মো. ওমর ফারুকের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক শফিউল আলম।
অতিথি ছিলেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য্য, শাহজাদা সৈয়দ মকছুদুল আলম শাহ, কদলপুর আইডিয়াল হাইস্কুলের সদস্য জাকারিয়া চৌধুরী, যুবলীগ নেতা জয়নাল আবেদীন বাবু, ইউপি সদস্য একরাম হোসেন।

বক্তব্য দেন প্রভাষক শাহ আলম, প্রভাষক মিহির বিশ্বাস, নুরুল আনোয়ার, রহিমা আকতার, আইরিন আকতার, সিনিয়র শিক্ষক শফিউল আলম, পূরবী ধর, মনোয়ারা চৌধুরী, মো. আলী, শিক্ষক মো. আবু ছৈয়দ, ডেজি পাল, রিমি ঘোষ, নামজুল হাসান, রিগ্যান বড়ুয়া, সুজন দাশ, অঞ্জন পাল, অলক দে, শাহিনা আকতার, শারমিন আকতার, নিলুৎফল কুমার দে, ববিতা, করন দেবী, রাশেদ হাসান, ছাত্রলীগ নেতা আরমান উদ্দিন শাহ, মাওলানা মুহাম্মদ হোসাইন।  

বক্তারা বলেন, কদলপুরের কৃতী সন্তানরা দেশ-বিদেশে নানা অবদান রেখে কদলপুর তথা রাউজানের সুনাম বৃদ্ধি করছেন। গুণীজনকে সম্মানিত করা এলাকার, সমাজের কর্তব্য।

অনুষ্ঠানে সম্প্রতি কদলপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শিবলী সাদিক হৃদয়কে হত্যার প্রতিবাদ জানান বক্তারা। এ সময় তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

সবশেষে প্রতিষ্ঠানের লাইব্রেরির জন্য ২ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন এসএম জসিম উদ্দিন সিআইপি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।