ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মনোনয়নপত্র নিলেন নওফেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
মনোনয়নপত্র নিলেন নওফেল

চট্টগ্রাম: আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

সোমবার (২৭ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁর পক্ষে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারীর কাছ থেকে মনোনয়নপত্র নেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য সেলিম আকতার চৌধুরী ও একান্ত ব্যক্তিগত সচিব রাহুল দাশ।

এ সময় সেলিম আকতার চৌধুরী বলেন, দলের সভাপতি শেখ হাসিনা আস্থা ও বিশ্বাস রেখে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে টানা দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নেতা-কর্মীরা আবার নওফেলকে জয়ী করে সে আস্থা ও বিশ্বাসের প্রতিদান দেবেন। নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা করে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।