চট্টগ্রাম: আওয়ামী লীগ সমর্থন করে কিন্তু আওয়ামী লীগের চিহ্নিত দোসর নয় এবং বিএনপির কার্যক্রমে বাধাগ্রস্ত করতে চেষ্টা করেনি এমন ব্যক্তি বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় আমীর খসরু মাহমুদ বলেন, সদস্য দেওয়ার ক্ষেত্রে চেষ্টা থাকবে দেশের বৃহত্তর অংশ যাতে বিএনপির সদস্য হয়। আর এ কার্যক্রম দিনের আলোতে করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসর নয়, একজন ভালো লোক আওয়ামী লীগকে সমর্থন করেন, কিন্তু বিএনপির কার্যক্রমে বাধাগ্রস্ত করতে চেষ্টা করেনি। বিএনপি নেতাকর্মীদের কখনো হয়রানি করেনি, তাদের বিএনপির সদস্য হতে কোনো বাঁধা নেই।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/টিসি