ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাস্কর্যবিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ভাস্কর্যবিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়

চট্টগ্রাম: ভাস্কর্যবিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংস্কৃতিক সংগঠন ‘বোধন’ এর কর্মীরা।  

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের জামালখান মোড়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিজয়ের প্রাক মুহুর্ত উদযাপন করা হয়।

 

এই সময় শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।  

আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নৌ কমান্ডার আনোয়ার মিয়া, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোধনের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, নির্বাহী সদস্য সাজেদুল আনোয়ারসহ সংগঠনের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।