ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিতু হত্যা: আসামি সাইদুল ফের ৩ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০২১
মিতু হত্যা: আসামি সাইদুল ফের ৩ দিনের রিমান্ডে ...

চট্টগ্রাম: সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকু’র (৪৫) ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে গত ১৩ মে বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকু’র আইনজীবী রশিদুল ইসলাম তালুকদার বাংলানিউজকে বলেন, মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষে সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুর ফের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

 আজ দুপুরে আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  

তিনি বলেন, মামলার ১ নম্বর আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে একবার রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার ৭ নম্বর আসামি সাইদুল ইসলাম সিকদার সাকুকে ফের রিমান্ড চাওয়া হচ্ছে। সাইদুল ইসলাম সিকদার সাকু আগের মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।  নিখোঁজ কামরুল সিকদার প্রকাশ মুছার বড় ভাই সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে রাঙ্গুনিয়ার রানিরহাট এলাকা থেকে গত ১২ মে রাত ৮টার দিকে গ্রেফতার করে র‌্যাব-৭।  মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেনের দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।