ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভাইয়া গ্রুপের হাত থেকে হিন্দু ধর্ম রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি সাবেক ছাত্রলীগ নেতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
ভাইয়া গ্রুপের হাত থেকে হিন্দু ধর্ম রক্ষায় প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি সাবেক ছাত্রলীগ নেতার

চট্টগ্রামের পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে নিয়ে বিতর্কের শেষ নেই। সর্বশেষ টিকা কেলেঙ্কারিতেও জড়ায় তার নাম।

এর রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্ক জড়ালেন এ হুইপ। এবার হুইপ সামশুল হক চৌধুরীর ভাইয়া গ্রুপের হাত থেকে পূজা কমিটিসহ অন্যান্য দেবত্তোর সম্পত্তির কমিটিগুলো রক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি লিখেছেন সাবেক ছাত্রলীগ নেতা অভিজিৎ ধর বাপ্পি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আক্ষেপ প্রকাশ করেন। ওই স্ট্যাটাসে হুইপ সামশুল হক চৌধুরীকে ‘সামশুল আলম বিচ্ছু চক্রবর্তী’ বলে উল্লেখ করেন তিনি।  

স্ট্যাটাসে অভিজিৎ নামে ওই ব্যক্তি প্রশ্ন তোলেন, আমার ধর্মের কেউ তো আপনার মসজিদ কমিটি বা ঈদগাহ ময়দানে ইমামতি করতে যায় না। আপনি কেন আসবেন? আপনি কী বোঝেন আমার ধর্মীয় ইতিহাসের তত্ত্ব?

পটিয়ার সাধারণ মানুষের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, জন্মাষ্টমীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে 'সামশুল আলম বিচ্ছু চক্রবর্তী'। একমাত্র বাংলাদেশেই এ ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ অন্যান্য দেবত্তোর সম্পত্তির কমিটিগুলো।

অভিজিৎ ধর বাপ্পির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

সামশুল আলম ‘বিচ্ছু চক্রবর্তী’ পটিয়া জন্মাষ্টমী কমিটির পবিত্র সভায় প্রধান অতিথি। ভাইয়া গ্রুপ থেকে আমার ধর্মকে রক্ষা করুন।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন হিন্দু সনাতনী ধর্মাবলম্বীরা মহা আনন্দঘন ধুমধামে সারা পৃথিবীজুড়ে এই পবিত্র দিনটি পালন করে থাকে। আজ পরিবেশ পরিস্থিতির প্রক্ষায়নে লিখতে বাধ্য হচ্ছি, জাতীয় চেতনায় আমি বাঙ্গালি এবং ধর্মীয় চেতনায় আমি হিন্দু।

চট্টগ্রাম পটিয়া থেকে একজন খুবই আক্ষেপের সাথে বললেন, পটিয়া জন্মাষ্টমী পরিষদ কর্তৃক আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে 'সামশুল আলম বিচ্ছু চক্রবর্তী'। একমাত্র বাংলাদেশেই এই ভাইয়া গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত হয় পূজা কমিটিসহ অন্যান্য দেবত্তোর সম্পত্তির কমিটিগুলো।

উল্লেখ্য, সোমবার দক্ষিণ চট্রগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া রামকৃষ্ণ সেবাশ্রমে পটিয়া উপজেলার জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উদ্বোধক ছিলেন পটিয়া পৌর মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মাষ্টার শ্যামল কান্তি দে এবং সঞ্চালনায় ছিলেন পটিয়া পূজা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা প্রণব দাশ।  

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।