ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হব: সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হব: সাকিব

একই সঙ্গে এখন দুই দায়িত্বে নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির সঙ্গে সম্প্রতি ক্রীড়ামন্ত্রীর দায়িত্বও পেয়েছেন তিনি।

যদিও জানিয়েছেন, শিগগিরই বিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দেবেন। দেশের ক্রিকেটে আলোচনায় কে হবেন পাপনের উত্তরসূরী।

এর মধ্যেই গতকাল শুক্রবার আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্স বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। এখনও পেশাদার ক্রিকেট চালিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। এমনকি  তিন ফরম্যাটেই অধিনায়কও। তবে ভবিষ্যতে সুযোগ পেলে যে বিসিবি সভাপতির দায়িত্ব নেবেন, সেই সাক্ষাৎকারে এ ব্যাপারে জানিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘বিসিবি সভাপতি হতে পারলে ভালোই লাগবে। বাকিটা জানি না। কখনো যদি এই সুযোগ আসে আমি হাতছাড়া করব না। ’

সাকিব চাইলেও এখন দায়িত্ব নেওয়া সম্ভব না। কারণ তাকে আগে বিসিবি পরিচালক হতে হবে। এর বাইরেও এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন,  এখনও আরও দুই-তিন বছর খেলা চালিয়ে যেতেন। তবে সুযোগ পেলে খেলার মাঠের মতো সভাপতির দায়িত্বেও সেরা হবেন বলে বিশ্বাস সাকিবের।

তিনি বলেন, ‘(বর্তমান সভাপতি নাজমুল হাসান) পাপন ভাই এতদিনে অনেক কিছু করে ফেলেছেন। তার এই অর্জনকে ছোট করে দেখার উপায় নেই। আমি বিশ্বাস করি, আমি যদি সভাপতি হই, তখন বাংলাদেশের ইতিহাসে সেরা বিসিবি সভাপতি হব। ’ 

‘এটা আমার বিশ্বাস। (সভাপতিত্ব) পাই, না পাই সেটা পরের কথা। চিন্তাই যদি না থাকে সেরা হওয়ার, সেরা কাজটা কীভাবে করব?’

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।