ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডি কক ঝড়ে পাত্তাই পেল না অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ডি কক ঝড়ে পাত্তাই পেল না অজিরা কুইন্টন ডি কক-ছবি:সংগৃহীত

ঢাকা: বড় স্কোর করেও কুইন্টন ডি কক ঝড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ভাবে হারতে হলো অস্ট্রেলিয়াকে। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অজিদের ২৯৪ রানের জবাবে ডি ককের ১৭৮ রানের ওপর ভর করে ৩৬.২ ওভার শেষে ছয় উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়ানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটাও দারুণ করে স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে রিলে রুশোকে নিয়ে ১৪৫ রানের পার্টনারশিপ গড়েন ডি কক। রুশো ৪৫ বলে ৬৩ রান করে আউট হন। তবে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি তরুণ ব্যাটসম্যান ডি কক।

এদিন শুধু সেঞ্চুরি করেই বসে থাকেননি ডি কক। করেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ১১৩ বলে ১৭৮ রান। এটি আবার প্রোটিয়াদের হয়ে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্যারি কারেস্টন ১৮৮ রান করেছিলেন।

ডি কক তার ইনিংসে ১৬টি চার ও ১১টি বিশাল ছক্কার মার মেরেছেন। পরে স্কট বোল্যান্ডের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। দলের হয়ে আর কেউ তেমন বড় স্কোর না করলেও ৮২ বল ও চার উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ফাফ ডু প্লেসিসের দল।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্কোর বোর্ড মজবুত রাখে ‍অজি ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটিতে ৬৪ রান করেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। তবে তাদের কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। দলের হয়ে সর্বোচ্চ ৯০ বলে ৭৪ রান করেন জর্জ বেইলি।

শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং করে সফরকারীদের তিন’শর কাছাকাছি পৌঁছে দেন ফাস্ট বোলার জন হ্যাস্টিংস। তিনি ৫৬ বলে ৫১ রান করেন। প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান মাত্রই দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ফাস্ট বোলার অ্যান্ডিল পেহলুকওয়াও। এছাড়া ডেল ডেল স্টেইন নিয়েছেন দুটি উইকেট।

আগামী ২ অক্টোবর জোহার্নেসবার্গে দু’দলের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ০১ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।